কুমিল্লায় জমিয়তে উলামায়ে ইসলামের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
সদর দক্ষিণ প্রতিনিধিঃ কুমিল্লা মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে শনিবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কওমী মাদ্রাসা সংগঠনের সভাপতি ও জমিয়তের সহ-সভাপতি আল্লামা নুরুল হক সাহেব (দা:বা)। অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আরাবিয়া কাশেমুল উলুম মাদ্রাসার মুহতামিম আল্লামা আব্দুর রাজ্জাক সাহেব (দা:বা)। প্রধান আলোচত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের জাতীয় নীতি নির্ধারনী ফোরামের সদস্য আল্লামা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।
জমিয়তে উলামায়ে ইসলাম কুমিল্লা মহনগরীর সভাপতি মুফতি মুনিরুল হক কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান,কুমিল্লা জেলার সহ-সভাপতি মাও: নজির আহমদ সাহেব,কুমিল্লা মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাও: মাহমুদুল হাসান জেহাদি, কুমিল্লা মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মাও: নুরুল হক সিরাজী, কুমিল্লা মহানগরের অর্থ সম্পাদক মাও: জসিম উদ্দিন সাহেব,কুমিল্লা মহানগর জমিয়ত নেতা হা: বোরহান উদ্দিন,কুমিল্লা মহানগর ছাত্র জমিয়তের সহ-সভাপতি মাও: জাহিদ আল হাবিবী, কুমিল্লা মহানগর ছাত্র জমিয়তের সেক্রেটারি মাও: আব্দুল কালামসহ স্থানীয় নেতৃবৃন্দ।