কুমিল্লা ডায়াবেটিক সমিতির বার্ষিক বাজেট অধিবেশন
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা ডায়াবেটিক সমিতির ২০১৯-২০ সালের বার্ষিক বাজেট অধিবেশন সম্পন্ন হয়েছে। ২৭ মে বেলা ১২টায় কুমিল্লা ডায়াবেটিক সমিতির অডিটোরিয়ামে বার্ষিক বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।
কুমিল্লা ডায়াবেটিক সমিতির ২০১৯-২০ সালের বাজেট উপস্থাপন করেন কুমিল্লা ডায়াবেটিক সমিতির সঅধারণ সম্পাদক মির্জা কোরাইশি। প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ১২ কোটি ৯২ লাখ ২৫ হাজার টাকা। একই সাথে ব্যায় ধরা হয়েছে ১২ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকা। বাজেটের অর্থ সিংহভাগ ব্যায় হবে কর্মকর্তা ও কর্মচারিদের বেতন ভাতায়।
এছড়াও কুমিল্লা ডায়াবেটিক সমিতি কতৃক পরিচালিত হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়ে ব্যায় হবে এ অর্থ। বাজেট অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ডায়াবেটিক সমিতির প্রধান উপদেষ্ট কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। সভাপতিত্ব করেন কুমিল্লা ডায়াবেটিক সমিতির সভাপতি মিসেস মেহেরুন্নেছা বাহার।
উপস্থিত ছিলেন কুমিল্লা ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ডা. আব্দুল কুদ্দুস আখন্দ ও ডা. শহীদউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক অমিতাভ, কোষাদক্ষ প্রবাল শেখর মজুমদার মিঠু, সদস মঞ্জুর বাবু ও হেলাল উদ্দিন।