কুমিল্লাকে মাদকমুক্ত করতে সকলের সহযোগীতা চাই – জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা জেলা প্রশাসক মো.আবুল ফজল মীর বলেছেন, মাদক সমাজে একটি বিষধর সাপে পরিনত হয়েছে। সীমান্তবর্তী জেলা হওয়ার সুবাদে কুমিল্লা মাদকের একটি বড় রুট হিসেবে ব্যবহার হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। মাদকের বিষয়ে কুমিল্লা সদরের মাননীয় সংসদ সদস্যও কঠোর অবস্থানের রয়েছেন।ইতিমধ্যে আমরা কুমিল্লাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করেছি। কুমিল্লাকে মাদকমুক্ত করতে সকলের সহযোগীতা চাই।
রবিবার দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা পরিষদের প্রথম সভায় প্রধান অতিথি’র বক্তব্যে জেলা প্রশাসক আবুল ফজল মীর এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো.আবুল ফজল মীর আরো বলেন,এসডিজি বাস্তবায়ন করতে হলে প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়ন নিশ্চিত করতে হবে। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত গ্রাম হবে শহর এ ভিশন বাস্তবায়ন করতে সবার আগে গ্রামীন শিক্ষা মান নিশ্চিত করতে হবে। মানসম্মত শিক্ষা ব্যতিত উন্নত দেশ গড়া সম্ভব নয়।
রবিবার দুপুর ১ টায় আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.মোঃ আমিনুল ইসলাম টুটুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো.আজিজুর রহমান । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশরাফুল করীম। অনান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাসার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, মহিলা-ভাইস চেয়ারম্যান এড. হোসনেয়ারা বেগম বকুল,উপজেলা অফিসার্স ইউনিয়নের সেক্রেটারী ও উপজেলা শিক্ষা অফিসার মো.ইকবাল হাছান, পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল,উপজেলা প্রকৌশলীর কার্য্যলয়ের হিসাবরক্ষক স্বপন কুমার রায়।
সভার শুরুতে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.মোঃ আমিনুল ইসলাম টুটুল, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল ও মহিলা-ভাইস চেয়ারম্যান এড. হোসনেয়ারা বেগম বকুলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভাপতির বক্তব্যে দ্বিতীয় বারের মতো নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.মোঃ আমিনুল ইসলাম টুটুল বলেন, আমাদের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের পরামর্শ নিয়ে আদর্শ সদর উপজেলাবাসীর কল্যানে ও উন্নয়নে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।