নাঙ্গলকোট পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা
মো. ওমর ফারুকঃ কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন সোমবার (১ জুলাই ) পৌরসভার মেয়র আবদুল মালেক।
এতে আয় ধরা হয়েছে ৬৬ কোটি ৬৫ লাখ টাকা। ব্যয় ধরা হয়েছে, ৬৬ কোটি ৪৫ লাখ টাকা। উদ্ধৃত আছে ২০ লাখ টাকা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু । বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রী আ, হ, ম, মুস্তফা কামাল( লোটাস) কামালের বড় ভাই আবদুল হামিদ, অর্থ মন্ত্রীর রাজনৈতিক একান্ত সচিব কে, এম সিংহ রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধুরী, উপজেলা আ:লীগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান কুলছুম বেগম, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ছাদেক হোসেন ভূঁইয়া, হাছান মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার,চেয়ারম্যান সমিতির সভাপতি আবু তাহের চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইসাহাক মিয়া,উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক সুমন পৗর সচিব মহসিনুর রহমান খান, প্রকৌশলী সাইফুর রহমান।