কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রোটারি ক্লাবের বৃক্ষরোপণ
কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) রোটারি ক্লাব অব কুমিল্লার উদ্যোগে এবং রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে। রোববার বিকেল চারটার দিকে ক্যাম্পাসে সংগঠনটি এ কর্মসূচি পালন করে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোঃ আবু তাহের, প্রক্টর ড. কাজী মোহাম্মাদ কামাল উদ্দিন, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. দুলাল চন্দ্র নন্দী, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, রোটারি ক্লাব অব কুমিল্লার সভাপতি রোটারিয়ান সিরাজুল হক, সাধারণ সম্পাদক পিপি রোটারিয়ান পার্থ সারথী ভৌমিক, পিপি রোটারিয়ান গোলাম সবুর, পিপি রোটারিয়ান কবির হোসেন ভূইয়া, রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির সভাপতি ফয়সাল আহেদ, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সহ রোটারি ক্লাব অব কুমিল্লা এবং রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনটির উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আম, কদম, বাদামসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।