কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বেন ৬৫ জন

ডেস্ক রিপোর্টঃ ২০১৯-২০ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬৫ জন। বিশ্ববিদ্যালয়ের ৩টি ইউনিটের মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে ৬৮ হাজার ৭৭ জন ভর্তি প্রার্থী আবেদন করেছেন। গতকাল সোমবার রাত ১১.৫৯ মিনিটে এ ভর্তি আবেদনের সময় শেষ হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) সাতটি বিভাগে মোট ৩৫০টি আসনে ভর্তির জন্য আবেদন জমা পড়েছে ২৬ হাজার ৯৭৫টি। ‘বি’ ইউনিটে (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) আটটি বিভাগে ৪৫০টি আসনের বিপরীতে ২৮ হাজার ২৯৫ জন এবং ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) চারটি বিভাগে ২৪০টি আসনের বিপরীতে ১২ হাজার ৮০৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

গত ১ সেপ্টেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হয় গতকাল ৩০ সেপ্টেম্বর তা শেষ হয়। আগামী ৮ নভেম্বর সকাল ১০টায় ‘এ’ ও বিকাল ৩টায় ‘বি’ এবং ৯ নভেম্বর সকাল ১০টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন