কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বহিরাগতদের হল ছাড়ার নির্দেশ

ডেস্ক রিপোর্টঃ আবরার হত্যার ঘটনায় বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ আবাসিক হলে বহিরাগতদের আনাগোনা বন্ধে আইনশৃংখলা বাহিনীর চিরুনি অভিযান শুরু করেছে। সে ধারাবাহিকতায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের (কুভিক) ছাত্রদের আবাসিক হল কবি নজরুল ইসলাম হলেও যে কোন মুহূর্তেই পুলিশ চিরুনি অভিযান চালাতে পারে। তাই বহিরাগতদের চলে যাওয়া এবং বৈধ শিক্ষার্থীদের সার্বক্ষণিক পরিচয় পত্র রাখার নির্দেশনা দিয়েছে কবি নজরুল ইসলাম হল কর্তৃপক্ষ।

শনিবার এই নোটিশ দেয়া হয়। এ বিষয়ে কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট মশিউর রহমান বলেন, কবি নজরুল ইসলাম হলে কোনও টর্চার সেল নেই। আমরা বলতে চেয়েছি যদি কোন বহিরাগত থাকে তাহলে যেন চলে যায়। এছাড়া আমাদের জানা মতে- কোন বহিরাগত নেই। হলের পরিবেশ যেন সুন্দর থাকে সে জন্যই এমন নির্দেশ দিয়েছি।

সূত্রঃ বিডি-প্রতিদিন

আরো পড়ুন