কুমিল্লায় ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লায় ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় নগরীর রাজগঞ্জ এলাকায় কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় টিসিবির এ পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবী, অতিঃ জেলা ম্যাজিষ্ট্রেট পিন্টু বেপারী , নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান রাসেল, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আশরাফ আলী, কুমিল্লা ভোক্তা অধিকারের কর্মকর্তা আসাদুজ্জামান প্রমুখ।
জানা যায়, “বাজারদর নিয়ন্ত্রণে রাখতে শহরের একটি স্থানে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু করে । পরে আরও ইপিজেড রোড এলাকায় ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা হয়। সর্বমোর্ট ৬ টন পেঁয়াজ বিক্রি করা হবে।