কুমিল্লায় শিশুকে ধ’র্ষণচেষ্টায় বিজিবি সদস্য কারাগারে

কুমিল্লার বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামে প্রথম শ্রেণির এক শিশুকে ধ’র্ষণচেষ্টায় গ্রামবাসী আব্দুল ওয়াদুদ (৪২) নামের এক বিজিবি সদস্যকে আটকে পুলিশ সোপর্দ করেছে। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওয়াদুদ আবিদপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। তিনি কক্সবাজার ৩৪ বিজিবিতে কর্মরত।

মামলার বিবরণে জানা যায়, জেলার বুড়িচং উপজলার আবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ওই ছাত্রী (৫) আবিদপুর গ্রামে নানার বাড়িতে থেকে পড়ালেখা করে। গত ১১ মার্চ সকালে সে প্রতিদিনের মতো স্কুলে যায়। ফেরার পথে একই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে বিজিবি সদস্য আব্দুল ওয়াদুদ তাকে আইসক্রিমের লোভ দেখিয়ে তার বাড়ির পাশের একটি কক্ষে নিয়ে ধ’র্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি চি’ৎকার করলে তার হাতে পাঁচ টাকা দিয়ে বাড়ি চলে যেতে বলে। বাড়িতে এসে শিশুটি কান্নাকাটি করতে থাকলে নানা-নানি তার কাছে বিষয়টি জানতে চাইলে সে সব ঘটনা খুলে বলে। ১৪ মার্চ সন্ধ্যায় আব্দুল ওয়াদুদ আবিদপুর বাজার গেলে গ্রামবাসী তাকে বিষয়টি জিজ্ঞাসা করলে তিনি উল্টো ধমক দেন। এনিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে লোকজন তাকে মা’রধরের পর পুলিশে সোপর্দ করে।

বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, ধ’র্ষণচেষ্টার মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্রঃ ঢাকাটাইমস

আরো পড়ুন