কুমিল্লার সদর দক্ষিণে ও লাকসামে সেনাবাহিনীর সচেতনমূলক মাইকিং

করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী কাজ করে যাচ্ছেন। আজ সকালে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড চৌরাস্তায় দাঁড়িয়ে থাকা যানবাহন এবং খোলা হোটেলগুলো বন্ধ করার অনুরোধ জানান। এ সময় সেনাবাহিনী হ্যান্ড মাইকের মাধ্যমে মানুষকে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করেন।

এই সময় সেনাবাহিনীর ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক মেজর রেজাউল করিম, পিএসসি সবাইকে ঘরে থাকার জন্য এবং অযথা ঘর থেকে বের না হওয়ার জন্য আহ্বান জানান।

এদিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার মিয়া মোহাম্মদ কেয়াম উদ্দিনের নেতৃত্বে সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন হাট বাজার পরিদর্শন করেন। এসময় ওষুধ দোকান ও নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া বাকি দোকানগুলো বন্ধ করে দেন এবং জরিমানা আদায় করেন।

এছাড়াও মহাসড়ক,সহ বিভিন্ন সড়কে হেলম্যাট ও মাস্ক ছাড়া চলাচলকারী জনগণকে জরিমানা করা হয়। এ সময় ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক মেজর রেজাউল করিম পিএসসি,ক্যাপ্টেন মুহতাসিম ইসমাম অরণ্য, ক্যাপ্টেন আরাফাত সহ অন্যান্যারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য সেনাবাহিনীর এই টিম টি কুমিল্লা সদর দক্ষিণ ও লাকসাম উপজেলার বিভিন্ন হাট-বাজারে সচেতনতামূলক মাইকিং ও ঔষুধ দোকান, নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ রাখার আহবানে সচেতনতামূলক মাইকিং করেন।

আরো পড়ুন