কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক পাঠাল পুলিশ

কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে ৪৩ জন কৃষি শ্রমিককে ধান কাটার জন্য চাঁপাইনবাবগঞ্জে পাঠানো হয়েছে ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে নগরীর শাসনগাছা বাসস্ট্যান্ড থেকে কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ওই কৃষি শ্রমিকদের একটি বাসে তুলে দেন।

জেলা পুলিশ সূত্র জানায়, এসব শ্রমিকদের প্রত্যেককে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া হয়েছে। এছাড়া এদিন সকালে জেলা পুলিশ সুপার ওই কৃষি শ্রমিকদেরকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেছেন। পরে কৃষি শ্রমিকরা তাদের কৃষি যন্ত্রপাতি নিয়ে বাসযোগে রওনা করেন চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে।

জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, মাঠে এখন ধান পেকে আছে। মাঠ থেকে ধান সংগ্রহ করা প্রয়োজন। তাই করোনা সংক্রমণের এই সময়ে কৃষি শ্রমিক সংকট দূর করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্রভূমিতে ধান কাটার জন্য কৃষি শ্রমিক পাঠিয়েছি। পর্যায়ক্রমে আরো কৃষি শ্রমিক পাঠানো হবে। দুর্যোগ পরবর্তী সময়ে যেন খাদ্য সমস্যা না দেখা দেয় সেই লক্ষ্যে এই উদ্যোগ বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ শাখাওয়াৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম-উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরো পড়ুন