হোমনায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাবার বিতরণ
‘পুষ্টিকর খাবার খেলে,করোনা থেকে মুক্তি মেলে’ এ সেøাগানকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার উপজেলা পরিষদের সামনের মাঠে এতিম, দুঃস্থ, প্রতিবন্ধী ও গর্ভবর্তী মহিলাদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র এ্যাড. মো.নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ছালাম সিকদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সৈয়দ নজরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক শাহীনুজ্জামান খোকন, যুগ্ন সম্পাদক গাজী ইলিয়াস প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন ।
জানা গেছে, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এতিম, দুঃস্থ, প্রতিবন্ধী ও গর্ভবর্তী মহিলাদের মাঝে পুষ্টিকর খাবার -দুধ,ডিম, মাছ,কলা,আপেল, মাল্টা, খেজুর বিতরণ করা হয় ।