তিতাসে সিএনজি চালকদের মাঝে ঈদ উপহার বিতরণ

কুমিল্লার তিতাসে করোনা ভাইরাসের এই দূর্যোগপূর্ণ মূহুর্তে স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী’র নির্দেশক্রমে, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকারের পরামর্শক্রমে এবং ৩নং বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর নবীর তত্ত্বাবধানে ঘরবন্দী প্রায় ২০০ জন সিএনজি ও অটোরিক্সা চালকদের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলার কালাই গোবিন্দপুরস্থ ইউনিয়ন পরিষদ মাঠে এই কার্যক্রম ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেন এমপি সেলিমা আহমাদ মেরী।

এ সময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ নুর নবী চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হাসান, শ্রমিক লীগের সভাপতি গাজী সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাতাকান্দি-মাছিমপুর টু কলাকান্দি সিএনজি চালাক ও মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদিন মুর্শিদ, সিনিয়র সহ-সভাপতি কাজী রবিউল খান ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সহ আরো অনেকেই।

আরো পড়ুন