চৌদ্দগ্রামে কাশিনগর-জয়মঙ্গলপুর সড়কের বেহাল দশা, যেন দেখার কেউ নেই!
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের জয়মঙ্গলপুর গ্রামের প্রায় ১ কিলোমিটার পাকা সড়কের বেহাল দশা। দীর্ঘদিন ধরে অবহেলিত সড়কটির সংস্কারে কর্তৃপক্ষের উদাসীনতায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসিকে। নিলক্ষীবিষ্ণপুর এবং জয়মঙ্গলপুর গ্রামের একমাত্র পাকা সড়ক এটি। সামান্য বৃষ্টি হলেই চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। প্রায় ৫ হাজার মানুষের চলাচলের একমাত্র অবলম্বন এ রাস্তাটি। স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পথ দিয়েই যাতায়াত করে। বর্তমানে রাস্তায় হাঁটু সমান পানি আর কাঁদার জন্য পায়ে হেঁটে যাওয়ার অবস্থা নেই বললেই চলে। অন্য সময় রাস্তাটির অবস্থা কিছুটা ভালো থাকলেও চলমান বর্ষা মৌসুমের কারণে রাস্তাটির অবস্থা আরো খারাপ হয়ে গেছে।
সড়কের বেশকিছু স্থানে খানা-খন্দ সৃষ্টির ফলে পানি জমে একাকার হয়ে গেছে। ব্যাটারী চালিত অটো-রিকসা ও সিএনজি সহ ছোট যানবাহনগুলো চলাচলে নানা সমস্যায় পড়ছেন চালকরা। অনেক সময় গর্তে আটকা পড়ে ছোট যানগুলো বিকল হয়ে যাচ্ছে। এতে যাত্রী দূর্ভোগ চরম আকার ধারণ করেছে।
স্থানীয় অটো-রিকসা ও সিএনজি চালকরা জানান, এলাকাবাসী সহ আমরা বেশ কয়েকবার টাকা দিয়ে শুরকি ফেলেছি। তাতেও কোনো লাভ হয়নি। এমতাবস্থায় রাস্তাটির দ্রুত সংস্কারের দাবী জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা। এবিষয়ে জানতে চাইলে রাস্তাটির দ্রুত সংস্কারের আশ্বাস দেন কাশিনগর ইউপি চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন।