কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজে শোক দিবসে শাপলা রোপন
ব্যতিক্রমী আয়োজনে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজে।
জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার দুপুরে তারা জাতীয় ফুল শাপলা রোপন করেছে কলেজ ক্যাম্পাসে।
মুজিববর্ষে বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসাবে ভিক্টোরিয়া সরকারী কলেজের ডিগ্রী শাখার ক্যাম্পাসে অবস্থিত লেকে সাদা শাপলা গাছ রোপন করেন অধ্যক্ষ অধ্যাপক মোঃ রুহুল আমিন ভূঁইয়া।
এ সময় অধ্যক্ষ মোঃ রুহুল আমিন ভূঁইয়া বলেন, ২৭ হাজার শিক্ষার্থীর এই ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসের লেকে প্রতি বছর নীলপদ্ম ফুটে। ফুলের সৌন্দর্য শিক্ষক-শিক্ষার্থীদের মনে প্রশান্তি এনে দেয়।
তিনি বলেন, ক্যাম্পাসের লেকে জাতীয় ফুল সাদা শাপলা ফুটলে শুধু সৌন্দর্য আর প্রশান্তিই আনবে না, এ থেকে তরুণ প্রজন্ম জাতীয় ফুলের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। যে ভালোবাসা, তরুণদের স্বদেশ প্রেমেও উদ্বুদ্ধ করবে।
বৃক্ষরোপণ কর্মসূচীতে আরও ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, মোহাম্মদ শাহজাহানসহ শিক্ষক পরিষদের অন্যান্যরা।