দাউদকান্দিতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
হত্যা মামলার প্রধান আসামি মেহেদী হাসান রবিউলকে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে গ্রেফতার করে মডেল থানা পুলিশ
৩ আগষ্ট মঙ্গলবার রাতে কুমিল্লা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার ( দাউদকান্দি সার্কেল ) মোঃ জুয়েল রানা, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ উমর ফারুক, এএসআই বিপুল চন্দ্র রায় সঙ্গীয় ফোর্স নিয়ে তথ্য প্রযুক্তির ব্যবহার করে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে হত্যা মামলার আসামি মেহেদী হাসান রবিউল কে
গ্রেফতার করে।
গ্রেফতার কৃত আসামি হলেন, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার বালিয়াদ্রোন গ্রামের কবির মেম্বারের ছেলে মেহেদী হাসান রবিউল।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ উমর ফারুক বলেন, জায়গা জমির বিরোধের জের ধরে গত ২৫ জুলাই উপজেলার দৌলতপুর ইউনিয়নে বালিয়াদ্রোন গ্রামের কবির মেম্বারের প্রতিপক্ষদের উপর কবির মেম্বারের নেতৃত্বে একই পরিবারের ৮-৯ জনকে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনর মৃত্যু হলে ২৬ জুলাই দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়ের পর থেকে বিভিন্ন স্হানে অভিযান চালিয়ে প্রথমে মামলার প্রধান আসামি কবির মেম্বার ও ২য় আসামি কবির মেম্বারের পুত্র মেহেদী হাসান রবিউল কে গ্রেফতার করতে সক্ষম হই।