পিএসএল নয়, কুমিল্লার হয়েই খেলবেন নারীন, প্লেসিস ও মঈন
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবং পাকিস্তান সুপার লিগ পিএসএল প্রায় একই সময়ে শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের বিপিএল শুরুর এক সপ্তাহ পরই শুরু হবে পাকিস্তানের পিএসএল।
দুটি টুর্নামেন্ট এক সঙ্গে হওয়ায় বিদেশী প্লেয়ার পাওয়া নিয়ে ঝামেলায় পরতে হবে দলগুলোকে। কেননা ভালো ভালো অনেক প্লেয়ারই চলে যাবেন পিএসএল খেলার জন্য।
এই দিক থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স যেন একটু এগিয়ে গেল। তারা তাদের তিন বিদেশী ক্রিকেটারকে আগে থেকেই নিশ্চিত করে রেখেছিল। ফলে সেই তিন বিদেশী ক্রিকেটার পিএসএলের ড্রাফটে নিজেদের নাম তুলেননি।
এই তিনজন হচ্ছে- ফাফ ডু প্লেসিস, সুনীল নারিন এবং মঈন আলী। তারা তিনজনই খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।