মাঠেই প্রমাণ করবে কুমিল্লা: নাফিসা কামাল
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সবশেষ ২০১৯ সালের বিপিএলে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এক আসর পর ফের ঐ ফ্রাঞ্চাইজিভিত্তিক দল নিয়ে হবে ঘরোয়া টি-২০ ক্রিকেটের সর্বোচ্চ আসর। চ্যাম্পিয়ন দল হওয়ায় গতকাল অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে আলোটা ছিল ভিক্টোরিয়ান্সের দিকেই।
ড্রাফটের আগে টি-২০-এর হটকেক সুনীল নারিন, ফাফ ডু প্লেসিস, মঈন আলি ও দেশি খেলোয়াড়দের মধ্যে মুস্তাফিজুর রহমানকে কিনে চমক দেখায় তারা। কিন্তু ড্রাফটে তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা এবং ড্রাফটের আগে মাহমুদউল্লাহ রিয়াদসহ তিন সিনিয়র খেলোয়াড়কে দলে ভিড়িয়ে লাইমলাইট কেড়ে নেয় ঢাকা। তাতে কিছুটা হলেও আড়ালে পড়ে যায় ভিক্টোরিয়ান্স। তবে তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না ভিক্টোরিয়ান্সের স্বত্বাধিকারী নাফিসা কামাল। বরং মাঠের লড়াইয়েই প্রমাণ করতে চান লাইমলাইট কোথায় থাকবে।
ড্রাফট শেষে নাফিসা বলেন, ‘দল নিয়ে আমাদের যা প্রত্যাশা ছিল, তার ৮০ শতাংশ আমরা করতে পেরেছি। আমরা মাঠেই প্রমাণ করে দেব লাইমলাইট কোথায় থাকবে।’
নতুন-পুরোনোদের নিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল দুইবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ান্স। ২০১৬-১৮ সালে খেলা লিটন দাসকে আবারও নিয়েছে তারা। যুব বিশ্বকাপ বিজয়ী মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমনসহ আছেন ২০১৯ সালে ভিক্টোরিয়ান্সকে শিরোপার জয়ের পথে নেতৃত্ব দেওয়া ইমরুল কায়েসও। এবারও অধিনায়ক তিনি থাকবেন কি না—এ ব্যাপারে নাফিসা বলেন, ‘অধিনায়ক কে হবে সেটা এখন বলা ঠিক হবে না, তবে দেশি খেলোয়াড়দের মধ্যেই একজনকে অধিনায়কত্ব দেওয়া হবে।’
দল নিয়ে সন্তুষ্ট হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘সব দিক থেকে বিবেচনা করলে আমাদের বোলিং লাইনটা খুব শক্তশালী। টি-টোয়েন্টি আসলে মাথার খেলা, এখানে ভুল করা যাবে না। সেদিক থেকে আমরা ভারসাম্যপূর্ণ এক দল গড়েছি। মুস্তাফিজ ম্যাচ উইনার। সে অনেকবারই তা প্রমাণ করেছে। আশা করি টুর্নামেন্টেও তা অব্যাহত রাখবে।’