মুরাদনগরে দীর্ঘদিন পর একই মঞ্চে আ’লীগের প্রভাবশালী দুই নেতা
মুরাদনগর সংবাদদাতাঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষনটি ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেক হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি লাভ করায় সারাদেশের ন্যায় কুমিল্লা মুরাদনগর উপজেলায় বর্ণঢ্য র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণি অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন (এফসিএ)।
ইউএনওর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ম. রুহুল আমীন, মুক্তিযুদ্ধা হানিফ সরকার, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মজনু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, কৃষকলীগের সাধারন সম্পাদক পার্থ সারতী দত্ত, উপজেলা আ’লীগের সভাপতি সৈয়দ আহাম্মদ হোসেন আউয়াল, কুমিল্লা জেলা পরিষদের সদস্য খাইরুল আলম সাধন, ভিপি জাকির হোসেন, উপজেলা আ’লীগের নেতা এড: আবুল কালাম আজাদ, বিশ্বজিৎ সরকার বিষু, ইউপি চেয়ারম্যান লতিফ সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি আরিফুল ইসলাম সাহেদ, জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহম্মেদ নাহিদ, সাবেক সভাপতি সৈয়দ রাজিব আহম্মদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলামিন সরকার প্রমুখ।