কুমিল্লায় গলায় গামছা পেচিয়ে আইনজীবীর আত্মহত্যা
কুমিল্লা মহানগরীর ছোটরা এলাকার (২ নং ওয়ার্ড) আসাদুজ্জামান জনি (৩৭) নামের এক আইনজীবী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার বাড়ি জেলার দাউদকান্দি উপজেলার তোজার ডালা গ্রামে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান।
নিহতের স্ত্রী ফাতেমা আক্তার জানান, প্রেমের পর ২০০৪ সালে তাদের বিয়ে হয়। স্বামীর পরিবারের পক্ষ থেকে তাদের লেখাপড়া করায়। ২০১৬ সালে আইনজীবীর সনদ লাভ করে দু’জন একত্রে আইন পেশায় যান। সম্প্রতি তার স্বামী কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে যাওয়ায় আদালতে তেমন যেতেন না।
কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের বলেন, নিহত জনি ও তার স্ত্রী আইনজীবী সমিতির সদস্য। হঠাৎ কেনো এমন করলো বুঝছি না। আশা করি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রকৃত রহস্য বের করবেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি সহিদ জানান, আসাদুজ্জামান নেশাগ্রস্ত ছিলেন। তার স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে। সকাল ৯টায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করে।