সপ্তাহে ৩ দিন করে স্বামীকে ভাগাভাগি, রোববার ‘বিশ্রাম’
এক পুরুষের স্ত্রী যদি হোন দুজন, তবে সেখানে কোন্দল হওয়াটা যেন স্বাভাবিক। কিন্তু তেমনটা হয়নি, বরং এক স্বামীর সঙ্গে দুই স্ত্রী সংসার করছেন সুখেই। এতে অবশ্য দুই স্ত্রীকে সমানভাবে সময় দেওয়ার পদ্ধতি অনুসরণ করতে হয়েছে স্বামীকে, তাকে সমর্থন করেছেন স্ত্রীরা।
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার সীমান্তবর্তী দিল্লির গুরুগাঁও শহরে ঘটেছে এমন ঘটনা।
জানা যায়, গুরুগাঁও শহরে একটি অ্যাপার্টমেন্ট ভবন পাশাপাশি দুই ফ্ল্যাটে মিলেমিশে দিন কাটাচ্ছেন দুই স্ত্রী। সপ্তাহ হিসেবে স্বামীকে ভাগাভাগি করে নিয়েছেন তারা। কেমন সেই বন্দোবস্ত?
পেশায় ইঞ্জিনিয়ার স্বামী ২০১৮ সালে বিয়ে করেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গোয়ালিয়ারের বাসিন্দা এক তরুণীকে। তিনিই সেই যুবকের প্রথম স্ত্রী। এই দম্পতির একটি পুত্রসন্তানও রয়েছে।
করোনা মহামারির সময় স্ত্রী ও শিশুপুত্রকে বাবার বাড়িতে রেখে আসেন ঐ যুবক। এবং তার কিছুদিনের মধ্যেই কর্মস্থলে এক সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্পর্কের এক পর্যায়ে তিনি সহকর্মীকে বিয়েও করেন। সেই ঘরে একটি কন্যাসন্তান জন্ম নেয়। প্রথম স্ত্রীর কাছে এই ব্যাপারটি সম্পূর্ণ গোপন করে গিয়েছিলেন তিনি।
এক সময় প্রথম স্ত্রী সবকিছু জানতে পারেন। নিজের ও সন্তানের ভরণপোষণ দাবি করে পারিবারিক আদালতে মামলাও করেন। তবে আদালতে এই মামলার বিচার কার্যক্রম শুরু হওয়ার পর এক পর্যায়ে সমঝোতার পথে হাঁটেন তিনজন। তারা সিদ্ধান্তে আসেন— দুই স্ত্রীকে নিয়েই সংসার করবেন যুবক। উভয়কে সমান সময় দেবেন।
তবে, এক্ষেত্রে প্রথমে এসে পড়ে স্বামীর সময় ভাগাভাগির প্রশ্নটি। সমস্যার সমাধান হিসেবে সপ্তাহের ছয় দিনকে দু-ভাগে ভাগ করে নিয়েছেন তারা। সপ্তাহে প্রথম তিন দিন বড় বউয়ের জন্য বরাদ্দ থাকবে, পরের তিনদিন পাবে ছোট বউ। ছয়দিন স্ত্রীদের সঙ্গে সময় কাটানোর পর অবশিষ্ট রোববারটি নিজের জন্য রেখেছেন যুবক। সেদিন তিনি বিশ্রাম নেন, নিজের মতো করে সময় কাটান।
এমন সিদ্ধান্ত বাস্তবায়নের পর থেকে আর কোনো গণ্ডগোল হয়নি।