তামিমের ক্রিকেটে ফেরার ঘোষণায় যা বললেন মাশরাফি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। আগের দিনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে আকস্মিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেলেন এই ক্রিকেটার। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সঙ্গে শুক্রবার (৭ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন তামিম।

এদিকে, তামিমের ক্রিকেটের ফেরার ঘোষণায় মাশরাফি বলেন, আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয় ইনশাল্লাহ।

শুক্রবার (৭ জুলাই) সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় আসেন তামিম। এরপর দুপুরের দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যান তিনি। গণভবনে তামিমের সঙ্গে রয়েছে জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাশরাফি এবং বিসিবি সভাপতিও। জানা গেছে, তামিমের সঙ্গে স্ত্রী আয়েশা সিদ্দিকাও রয়েছেন সেখানে।

এর আগে, বৃহস্পতিবার (৬ জুলাই) আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম। চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তামিম। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ী জানানো সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আজ এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’

কান্নাভেজা কণ্ঠে তামিম সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘আমি সবসময়ই একটা বলেছি, আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্নপূরণ করার জন্য। আমি জানি না তাকে কতটা গর্বিত করতে পেরেছি এই ১৬ বছরে।’

আরো পড়ুন