বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে পানিতে ডুবে কুমিল্লার এক শিক্ষার্থী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে সাগরের স্রোতে ভেসে যাওয়া বেসরকারি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মরদেহ খুঁজে পেয়েছে স্থানীয় লোকজন।

সোমবার (২৪ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিসের অফিসার ফিরোজ ভূঁইয়া।

তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা অফিসে চলে আসি। রাত ১০টার দিকে স্থানীয়রা জানান সমুদ্রে দুটি মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় হস্তান্তর করি।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন- আলী হাসান মারুফ (২৩) ও এনায়েত চৌধুরী (২২)। তারা দুজনই সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এরমধ্যে মারুফের বাড়ি কুমিল্লা বুড়িচং উপজেলার ভান্তি গ্রামে এবং এনায়েতের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সমুদ্রে যখন ভাটা পড়ে তখন স্থানীয়রা দুটি মরদেহ পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।

বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী বলেন, একটি মরদেহ পাওয়ার পর আশপাশে খোঁজাখুঁজি করে কিছুটা দূরে আরেকটি পাওয়া যায়।

এর আগে, সোমবার (২৪ জুলাই) বিকেলে একরাম হোসেন নামের এক বন্ধুর সঙ্গে দুই ছাত্র বাঁশবাড়িয়া সৈকতে বেড়াতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন