কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াসের ১২ বছরের কারাদণ্ড
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক বিতর্কিত সভাপতি মো. ইলিয়াস মিয়া ওরফে সবুজকে (৩২) অস্ত্র মামলায় ১২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সেলিনা আক্তার এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে ইলিয়াস মিয়া অনুপস্থিত ছিলেন।
রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানতে বিকেলে ফোন করা হলে মো. ইলিয়াস মিয়া বলেন, ‘আমি গ্রামের বাড়িতে দুই বাচ্চাকে নিয়ে আছি। শুনেছি আজ রায় হওয়ার কথা।’ রায়ে ১২ বছরের সশ্রম কারাদণ্ডের ব্যাপারে জানালে নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
ইলিয়াসের গ্রামের বাড়ি কুমিল্লার লালমাই উপজেলার বদরপুর গ্রামে। তিনি ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৪ এপ্রিল দুপুর ১২টা ১০ মিনিটে কুমিল্লার কোটবাড়ী শালবন বিহার এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান চালান র্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি কুমিল্লার সদস্যরা। এরপর সালমানপুর ছানিয়া পিকনিক স্পট এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি তাজা গুলিসহ ইলিয়াস মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় র্যাবের ডিএডি মো. মোস্তাকিম বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে মামলা করেন। পরে ২০১৫ সালের ৩০ জুন তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১৫ সালের ১৯ অক্টোবর ইলিয়াসের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করেন। পরে এ মামলায় ১৪ জনের সাক্ষ্য নেওয়া হয়। আজ বিচারক রায় দেন।
রায়ের খবর শুনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সালমানপুর ও লালমাই পাহাড়ের বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। ক্যাম্পাসে অবস্থানকালে ইলিয়াস বিভিন্ন অপকর্ম করেন। নম্বর বেশি দেওয়ার দাবি জানিয়ে এক শিক্ষকের বাসায় গিয়ে হামলা, প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে এক শিক্ষকের বোনকে হেনস্তা, দলীয় নেতা-কর্মীদের মারধর, গণমাধ্যমকর্মীকে হেনস্তা, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগ-বাণিজ্য, জমির ব্যবসা, জমির দালালি, পরিবহন ব্যবসা, হলে আধিপত্য বিস্তার করতেন ইলিয়াস।
২০১৭ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি হন ইলিয়াস। ২০১৮ সালের ৩১ জানুয়ারি অধ্যাপক এমরান কবির চৌধুরী উপাচার্য হন। এরপর ক্যাম্পাস চলে যায় ইলিয়াসের নিয়ন্ত্রণে। তখন ইলিয়াস আরও বেপরোয়া হয়ে ওঠেন। ২০০৭ সালের ২৮ মে থেকে ২০২২ সাল পর্যন্ত ১৫ বছর ক্যাম্পাসে ছিলেন ইলিয়াস। হলে একাই এক কক্ষে থাকতেন। পাঁচ বছরের কোর্স তিনি করেন ১৫ বছরে।