কুমিল্লায় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

কুমিল্লা পুলিশ লাইন রানীর বাজার রোড এলাকার একটি বেসরকারি হাসপাতালে অপারেশনের সময় নুর মোহাম্মদ নামে ১৭ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। অপারেশন করেন ওই হাসপাতালের চিকিৎসক ডা. দেবাশীষ চক্রবর্তী। শনিবার রাত সোয়া ৮টায় এ ঘটনা ঘটে।

নুর মোহাম্মদ বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন রাজাপুর পশ্চিমপাড়া সবুজ মিয়ার ছেলে। প্রস্রাবের সমস্যার কারণে ছেলেকে নিয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লা পুলিশ লাইন রানীর বাজার রোডের ওই হাসপাতালে ডা. দেবাশীষ চক্রবর্তীর কাছে নিয়ে আসেন। শিশুটি দেখে তাকে অপারেশন করাতে হবে বলে জানান চিকিৎসক। পরে শিশু নুর মোহাম্মদকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে বলেন। অপারেশন করা অবস্থায় শিশু নুর মোহাম্মদ মারা যায়।

এদিকে খবর নিয়ে জানা যায়, ডা. দেবাশীষ চক্রবর্তী হাসপাতাল ছেড়ে চলে গেছেন। এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।

শিশুটির বাবা নুর মোহাম্মদ বলেন, প্রস্রাবের সমস্যার কারণে আমার ছেলেকে ডাক্তার দেখাতে ডা. দেবাশীষ চক্রবর্তীর কাছে নিয়ে আসি সন্ধ্যায়। ডাক্তার দেবাশীষ চক্রবর্তীর ভুল অপারেশনে আমার ছেলে মারা গেছে বলে অভিযোগ করেন তিনি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি সনজুর আহাম্মেদ বলেন, আমরা খবর পেয়ে আল নুর হাসপাতালে যাই। ডা. দেবাশীষ চক্রবর্তীকে পাইনি, তিনি চলে গেছেন। কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। নিহতদের নাম ঠিকানা নিয়েছি। শিশু নুর মোহাম্মদের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর পশ্চিমপাড়া গ্রামে। শিশুর পিতা-মাতা অভিযোগ করলে আমরা থানায় মামলা নেব।

হাসপাতালে গিয়ে ডা. দেবাশীষ চক্রবর্তীকে না পেয়ে তার মোবাইলে নম্বরে যোগাযোগ করা হয়। তিনি যুগান্তরকে বলেন, আমি ভালোভাবে অপারেশন করেছি। অপারেশন করার অনেক পর শিশু নুর মোহাম্মদ মারা যায়। শিশুটি মারা যাওয়ায় আমার কাছেও খারাপ লেগেছে।

তিনি বলেন, আমি এমন অপারেশন তো অনেক করেছি। এটি আসলে দুঃখজনক ঘটনা ঘটেছে। আমি চেষ্টা করেছি শিশু নুর মোহাম্মদকে বাঁচানোর জন্য, কিন্তু পারিনি।

আরো পড়ুন