কুমিল্লার ১৪ ইউনিয়নে আ’লীগ, ১ টি তে বিদ্রোহী প্রার্থী জয়ী
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ সম্পন্ন হয়েছে। জেলার লাকসাম উপজেলার ৪টি, নাঙ্গলকোট উপজেলার ৮টি ও দাউদকান্দি উপজেলার ৩টি ইউনিয়নের ভোটররা সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট প্রদান করেন। ভোট গননা শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের ১৪জন ও অপর একটিতে বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন।
লাকসাম উপজেলার ৪ টি ইউনিয়নের বেসরকারি ভাবে নির্বাচনি ফলাফল:
ক. মুদাফ্ফরগঞ্জ উত্তর ইউনিয়ন:
১. মো. শহিদুল ইসলাম শাহীন (নৌকা প্রতীক) ৮২১১৬ ভোট
খ. মুদাফ্ফরগঞ্জ দক্ষিণ:
১. আবদুর রশিদ (নৌকা প্রতীক) ৭১০০ ভোট
গ. বাকই উত্তর:
১. মো. আইউব আলী (নৌকা প্রতীক) ৫৭৪৮ ভোট
২. মিজানুর রহমান (চশমা) ১১৯৮ ভোট
ঘ. বাকই দক্ষিণ:
১. মো. আবদুল আউয়াল (নৌকা প্রতীক) ৭০৬০ ভোট
নাঙ্গলকোট উপজেলার ৮ টি ইউনিয়নের বেসরকারি ভাবে নির্বাচনি ফলাফল:
ক. আদ্রা দক্ষিণ:
১. মো. আবদুল ওহাব (নৌকা প্রতীক)
খ. আদ্রা উত্তর:
২. মো. তাজুল ইসলাম মজুমদার (নৌকা প্রতীক)
গ. বটতলী:
৩. একেএম সিরাজুল আলম (নৌকা প্রতীক)
ঘ. দৌলখাঁড়:
৪. আবুল কালাম ভূঁইয়া (নৌকা প্রতীক)
ঙ. জোড্ডা পূর্ব:
৫. আনোয়ার হোসেন মিয়াজী (নৌকা প্রতীক)
চ. জোড্ডা পশ্চিম:
৬. মাসুদ রানা ভূঁইয়া (নৌকা প্রতীক)
ছ. রায়কোট উত্তর:
৭. রফিকুল ইসলাম মজুমদার (নৌকা প্রতীক)
জ. রায়কোট দক্ষিণ:
৮. মজিবুর রহমান (নৌকা প্রতীক)
দাউদকান্দি উপজেলার ৩ টি ইউনিয়নের বেসরকারি ভাবে নির্বাচনি ফলাফল:
ক. দৌলতপুর ইউনিয়ন:
১. মঈন উদ্দিন চৌধুরী (৩৯৭৯) ঘোড়া (বিদ্রোহী) বিজয়ী।
২. মিয়া মোঃ শফিকুল ইসলাম ( ২৯৪৪) ধানের শীষ।
৩. মাকসুদুল ইসলাম ( ২১০০) নৌকা।
খ. ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়ন:
১. মোম মামুনুর রশিদ ( ৮১৯৫)নৌকা বিজয়ী।
২. মোঃ আনোয়ার হোসেন (৪৯১৬) ধানের শীষ।
গ. বারপাড়া ইউনিয়ন:
১. মনির হোসেন তালুকদার (৫০১৭) নৌকা।
২. মোঃ আলাউদ্দিন (৫০০৫) ধানের শীষ।