কুমিল্লায় বেতন-বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লার চান্দিনায় বেতন-বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। এতে মহাসড়কের ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৪ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশে ডেনিম প্রসেসিং প্লান্ট নামে একটি গার্মেন্টসের কয়েক শ শ্রমিক অবরোধে অংশ নেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে দুই ঘণ্টা পর বেলা ১টার দিকে অবরোধ তুলে নেন তারা।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, চান্দিনা পৌর সদরের ডেনিম প্রসেসিং প্লান্ট নামে একটি গার্মেন্টসের শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া ছিল। সঙ্গে ঈদুল আজহার বোনাসও দেওয়া হয়নি। তাই ওই গার্মেন্টসের শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে চান্দিনা উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং শিল্প পুলিশ মালিক পক্ষকে খবর দিয়ে ঘটনাস্থলে আনেন। মালিক পক্ষ শীগ্রই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার আশ্বাস দিলে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন শ্রমিকরা।
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাবের মো. শোয়াইব বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মালিক পক্ষকে খবর দিয়ে ঘটনাস্থলে নিয়ে আসি। পরে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, বেলা ১টার দিকে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে একটু সময় লাগবে।