উপহার নিয়ে বানবাসীদের পাশে কুমিল্লা মহানগর ছাত্রদল

কুমিল্লায় উপহার সামগ্রী নিয়ে দুর্গত প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার সকাল থেকে রাত পর্যন্ত কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠুর নেতৃত্বে জেলার বুড়িচং উপজেলার অধিক ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তারা উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় বিপর্যস্ত এলাকার বাসিন্দাদের বাড়ি বাড়ি শুকনা খাবার, ওষুধ, স্যালাইন, বিশুদ্ধ খাবার পানিসহ বিভিন্ন উপহার সামগ্রী পৌঁছে দেয়া হয়। তাছাড়া ছাত্রদল নেতাকর্মীরা বেশ কিছু আটকে পড়া অসুস্থ মানুষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এদিকে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় দিন দিন বিপর্যস্ত মানুষের সংখ্যা বেড়েই চলছে। এরই মধ্যে উপহার তৎপরতা চালানো অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এমতাবস্থায় নানা ঝুঁকি মোকাবেলা করে দুর্গত এলাকার মানুষকে উপহার সহায়তা পৌঁছে দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ভরাসার, ইছাপুরা,খাড়াতাইয়া,শিকারপুর,বুড়বুড়িয়া, কালিকাপুর,ভবানীপুর এলাকায় উপহার সামগ্রী বিতরণ করেন তারা।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার শুরু থেকেই গোমতী নদীর অভ্যন্তরে বানভাসি মানুষের পাশে আছে মহানগর ছাত্রদল। গত পাঁচ দিন যাবত আমরা বুড়িচং উপজেলার দুর্গত এলাকায় উপহার বিতরণ চালিয়ে যাচ্ছি। আমরা প্রতিটি ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করে মানুষকে সহায়তা দিচ্ছি। যেখানে মানুষ যাওয়ার সাহস করে না সেখানেই আমরা ছুটে যাচ্ছি।

আরো পড়ুন