কুমিল্লায় বিজিবি অভিযানে ২ কোটি টাকার মোবাইল ফোন জব্দ
কুমিল্লার বুড়িচং উপজেলার খঞ্জনি মাঠ থেকে প্রায় ২ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোরে একটি বিশেষ অভিযানের মাধ্যমে এ মোবাইল ফোনগুলো জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মোবাইলগুলো ভারতীয় বিভিন্ন উন্নতমানের ব্র্যান্ড ও মডেলের অ্যান্ড্রয়েড ফোন।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক, লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, বুড়িচং সীমান্তের ২০৬৩/এম পিলার এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনার সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মোবাইল ভর্তি কার্টন ফেলে পালিয়ে যায়। এতে মোট ৫৭০ পিস মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ১৬ লাখ ২৮ হাজার টাকা।
তিনি আরো জানান, জব্দকৃত মোবাইল ফোনগুলো সিজার মূল্যে তৈরি করে কাস্টমসের মাধ্যমে নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আরো জানানো হয়, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।