কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণকারী সাফিন গ্রেফতার
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নগরীর পুলিশ লাইন ও নজরুল এভিনিউ এলাকায় সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর গুলি বর্ষণকারী শাফিন হাসান সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) বিকেলে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে নগরীর ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি শাফিন হাসান সরকার (৩৫) কুমিল্লা নগরীর ৮নং ওয়ার্ডের ঠাকুরপাড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, নগরীর ঠাকুরপাড়া এলাকায় মধ্যরাতে ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে জনতার ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে এবং পরে কোতয়ালী মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। শাফিন হাসান কুমিল্লা নগরীর ৮নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নগরীর পুলিশ লাইন ও নজরুল এভিনিউ এলাকায় সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর গুলি বর্ষণকারী একজন আসামি।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, শাফিন হাসান সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং গুলি বর্ষণের ঘটনায় মামলা আসামি। তাকে রাতে ছিনতাইয়ের অপরাধে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।