কুমিল্লায় হয়ে গেলো বিড়ালের যেমন খুশি তেমন সাজ
কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে বিড়ালের যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৪। প্রাণী নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
শনিবার (৭ ডিসেম্বর) নগরীর কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রে দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা ও ক্যাট’স হোম বিড়ালের বাড়ি এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিযোগিতায় প্রায় শতাধিক বিড়াল অংশ নেয়। এদের মধ্য থেকে তিনটি বিড়ালকে বিজয়ী ঘোষণা করে পুরষ্কার প্রদান করা হয়। এছাড়া সমাজসেবায় অবদান রাখায় ১০ জনকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। অসহায় প্রাণী উদ্ধারে ভূমিকা রাখায় দুই জনকে এবং প্রাণি ভিত্তিক সংবাদের জন্য ৮ জনকে বিশেষ সম্মানানা প্রদান করা হয়।
দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা ও Cat’s Home বিড়ালের বাড়ি’র প্রতিষ্ঠাতা সাংবাদিক মোহাম্মদ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কর্যালয়ের উপ-পরিচালক জেড.এম. মিজানুর রহমান খান, সংরাইশ সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন, কুমিল্লা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ জামান কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম, আরকে ফিড অ্যান্ড পোল্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মো. রেহান উদ্দিন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।
প্রতিষ্ঠাতা সাংবাদিক মোহাম্মদ সাইফ উদ্দিন রনী বলেন, এই আয়োজন পোষা প্রাণীসহ রাস্তার অবহেলিত প্রাণীদের জন্য। বিনা কারণে তাদের নির্যাতন না করে তাদের প্রতি সদয় থাকা, রাস্তার কুকুরদের না মেরে ভ্যাকসিনের আওয়ায় আনার দাবি জানান তিনি। এছাড়া দুর্ঘটনায় আক্রান্ত হওয়া অসহায় প্রাণীদের উদ্ধার কাজের জন্য একটা টিম গঠনে বিত্তবানরদের এগিয়ে আসার আহ্বান জানান।