হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা : হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা। কুমিল্লা ফ্যাসিবাদের বিপক্ষে সব সময়ই একটি শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এই কুমিল্লা থেকে ফ্যাসিবাদবিরোধী প্রতিধ্বনি সব সময় উচ্চারিত হয়েছে।’

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে কুমিল্লার কান্দিরপাড়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এই কুমিল্লা থেকেই ফ্যাসিবাদবিরোধী লড়াই অব্যাহত থাকবে। ২৪-পরবর্তী সময়ে জনগণের যে আকাঙ্ক্ষা ও বাংলাদেশ বিনিমার্ণের যে স্বপ্নযাত্রা তা এই কুমিল্লা থেকেই শুরু হবে।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা বিভিন্ন দোহাই দেন যে সিন্ডিকেট, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের হাত পরিবর্তন হয়েছে। আপনাদের এই দোহাই দেওয়ার জন্য সরকারে বসানো হয়নি।

আপনাদের কোনো এক্সকিউজ দেওয়ার জন্য এখানে আনা হয়নি, আমরা আপনাদের এখানে এনেছি পদক্ষেপ নেওয়ার জন্য। সুতরাং যে হাত চাঁদাবাজি ও টেন্ডারবাজি করবে, সে হাত ভেঙে দিতে হবে।’

তিনি বলেন, ‘আমরা ৫ আগস্টের পূর্বে ফ্যাসিবাদের বিপক্ষে যেভাবে দৃঢ় অবস্থান রেখেছিলাম। আমাদের সে অবস্থান পরবর্তী সময়েও অব্যাহত থাকবে।

আরো পড়ুন