কুমিল্লায় ১০ আসনে জামায়াতে ইসলামীর ১০ প্রার্থী ঘোষণা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা জেলার ১১টি আসনের মধ্যে ১০টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। তবে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের প্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা মহানগরীর একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম কুমিল্লার ১০টি আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।

প্রার্থী ঘোষণার সময় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের টিম সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুমিল্লায় ১০টি আসনে জামায়াতের মনোনীত প্রার্থীরা হলেন: কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) মো. মনিরুজ্জামান বাহালুল, কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) নাজিম উদ্দিন মোল্লা, কুমিল্লা-৩ (মুরাদনগর) ইউসুফ হাকিম সোহেল, কুমিল্লা-৪ (দেবিদ্বার) সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) ড. মোবারক হোসাইন, কুমিল্লা-৬ (কুমিল্লা সদর) কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা-৮ (বরুড়া) অধ্যাপক শফিকুল আলম হেলাল, কুমিল্লা-৯ (মনোহগরগঞ্জ-লাকসাম) ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-সদর দক্ষিণ-লালমাই) মাও. ইয়াসিন আরাফাত এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর এবং কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কুমিল্লার ১১টি আসনেও প্রার্থী দেওয়া হবে। তিনি আরও জানান, দলের পক্ষ থেকে প্রার্থীদের চূড়ান্ত সিদ্ধান্ত আসলে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হবে। জামায়াতের পক্ষ থেকে নির্বাচনী মাঠে কাজ করতে কোনও সমস্যা হচ্ছেনা এবং জনগণও তাদের প্রতি ইতিবাচক সাড়া দিচ্ছে।

আরো পড়ুন