শেখ হাসিনার সঙ্গে গ্রুপ মিটিং, কুমিল্লায় আ.লীগ নেতা রেজাউল গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি গ্রুপ মিটিংয়ে অংশগ্রহণ ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৪ মে) সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৩ মে) রাতে কুমিল্লা নগরীর একটি বাসা থেকে কোতোয়ালি থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
অ্যাডভোকেট রেজাউল করিম কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
পুলিশ জানায়, গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলির ঘটনায় চলতি বছরের ১০ ফেব্রুয়ারি রেজাউল করিম গ্রেপ্তার হয়েছিলেন। পরবর্তীতে জামিনে এসে সরকারবিরোধী কার্যকলাপ ও সাম্প্রতিক সময়ে পলাতক শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি গ্রুপ মিটিংয়ে অংশগ্রহণ করেন। এ ছাড়া সম্প্রতি তার নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগের কিছু নেতাকর্মী নাশকতার প্রস্তুতি নিয়েছিল।
বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, গ্রেপ্তার অ্যাডভোকেট রেজাউল করিম বুড়িচং উপজেলা আওয়ামী লীগের একজন নেতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সঙ্গে তার সস্পৃক্ততা রয়েছে।