ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী গুলিবিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে রাজধানীতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সময় তিনি নির্বাচনী এলাকায় প্রচারণা ও বিভিন্ন সমর্থকদের সঙ্গে বৈঠকে যুক্ত ছিলেন বলে জানা গেছে। তবে কীভাবে বা কারা গুলি করেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
এর আগে, গত ১৩ নভেম্বর শরিফ ওসমান হাদী হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন। তিনি জানান, বিদেশি নম্বর থেকে একাধিকবার কল ও টেক্সট মেসেজের মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
সেদিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন- গত তিন ঘণ্টায় “লীগের খুনিরা” বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে তাকে কল ও বার্তা পাঠিয়েছে। হুমকির বিস্তারিততে তিনি জানান, তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে, তার বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, এমনকি তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ ও তাকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে।
হঠাৎ গুলিবিদ্ধ হওয়ার এই ঘটনার পর তার সমর্থক ও স্থানীয় ভোটারদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নিরাপত্তা হুমকির বিষয়টি আগেই তুলে ধরায় প্রশ্ন উঠেছে-হুমকির ধারাবাহিকতার অংশ হিসেবেই কি এই হামলা ঘটল?
