হাসনাত আব্দুল্লাহর চেয়ে মঞ্জুরুলের স্ত্রী সম্পদশালী, সাবেক এমপির নামে ২৩ মামলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর হলফনামায় উঠে এসেছে সম্পদের চমকপ্রদ তথ্য। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেয়া তথ্য অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ) পেশায় ব্যবসায়ী হলেও তার নিজের নামে কোনো জমি বা ফ্ল্যাট নেই। তার বার্ষিক আয় দেখানো হয়েছে ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। হাতে নগদ অর্থ ১৩ লাখ ৫০ হাজার টাকা। তবে তার স্ত্রীর নামে কোনও সম্পদ নেই।

অন্যদিকে, বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর চেয়ে তার স্ত্রী মাজেদা আহসান মুন্সী অধিক সম্পদের মালিক। এ প্রার্থীর নামে বিগত সময়ে মামলা হয়েছে প্রায় দুই ডজন।

হলফনামা সূত্রে আরও জানা যায়, হাসনাত আব্দুল্লাহ চলতি অর্থ বছরে আয়কর রিটার্নে সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৩১ লাখ ৬৭ হাজার ৬১৯ টাকার। তবে ব্যাংকে তার কোনও ঋণ নেই। পেশায় ব্যবসায়ী হাসনাত এ বছর আয়কর দিয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৩১ টাকা। স্থাবর সম্পত্তির মধ্যে তার নামে কৃষি-অকৃষি জমি, প্লট-ফ্ল্যাট ও বাড়ি-গাড়ি নেই। তবে স্বর্ণালঙ্কার ও অন্যান্য গয়না, আসবাবপত্র, ইলেক্ট্রনিক সামগ্রীর বর্তমান বাজারমূল্য দেখানো হয়েছে ৫০ লাখ টাকা। তার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ১৩ লাখ টাকা। শিক্ষাগত যোগ্যতায় উল্লেখ রয়েছে- এম.এ (ইংরেজি), ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি হাসনাত আব্দুল্লাহ হিসেবে পরিচিত হলেও হলফনামায় তার নাম উল্লেখ করেছেন- মো. আবুল হাসনাত। ২৭ বছর বয়সী এ প্রার্থীর জন্ম ১৩ সেপ্টেম্বর ১৯৯৮ সালে।

অপরদিকে, একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। তিনি এ আসনে চারবারের এমপি ছিলেন। তার বিরুদ্ধে ২০০৭ থেকে ২০১৮ পর্যন্ত মামলা হয়েছে ২৩টি। এর মধ্যে ৬টিতে খালাস পেয়েছেন। অপর মামলাগুলো স্থগিত ও প্রত্যাহার হয়েছে। হলফনামা সূত্রে আরও জানা গেছে, এ প্রার্থীর আয়ের উৎস হিসেবে দেখানো হয়েছে- কৃষি থেকে বার্ষিক আয় ৩ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা। তার স্ত্রী-সন্তানের বার্ষিক আয় ৬ লাখ ৭৫ হাজার টাকা। প্রার্থীর শেয়ার, বন্ড ও সঞ্চয়পত্র আছে ৫ লাখ ৬৫ হাজার ৫৪১ টাকা। প্রাইভেট ফার্মের পরিচালক হিসেবে বছরে ভাতা পান ১২ লাখ টাকা। অস্থাবর সম্পদ হিসেবে প্রার্থীর নামে নগদ ৭ লাখ ৯৪ হাজার ৯৬০ টাকা ও স্ত্রী মাজেদা আহসান মুন্সীর নামে দেখানো হয়েছে ২১ লাখ ৮৭ হাজার ৯৮৩ টাকা।

এছাড়াও ব্যাংকে স্থায়ী আমানত, বন্ড, যানবাহন, স্বর্ণালঙ্কার, ইলেকট্রনিক পণ্য, আসবাবপত্র, আগ্নেয়াস্ত্রসহ সকল অস্থাবর সম্পদের বর্তমান মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৪০ লাখ টাকা এবং প্রার্থীর স্ত্রীর নামে দেখানো হয়েছে ১ কোটি ৭০ লাখ টাকা। স্থাবর সম্পত্তির মধ্যে প্রার্থীর নামে আছে পৌনে ২ একর কৃষি জমি। স্ত্রীর নামে বাড়ি, এপার্টমেন্ট আছে ২ কোটি ১১ লাখ ৭০ হাজার ৬৯৫ টাকার। চলতি অর্থ বছরে আয়কর বিবরণীতে প্রার্থীর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ কোটি ৩২ লাখ ১৪ হাজার ৭৮১ টাকা। তার স্ত্রীর নামে দেখানো হয়েছে ৩ কোটি ২৬ লাখ ৮০ হাজার ৪০৩ টাকা। শিক্ষাগত যোগ্যতায় উল্লেখ রয়েছে- বিএসসি ইঞ্জিনিয়ার। প্রায় ৭৬ বছর বয়সী এ প্রার্থীর জন্ম ১ জানুয়ারি ১৯৫০ সাল।

আরো পড়ুন