ইসলামি আন্দোলন বাংলাদেশ কুমিল্লা ১১টি আসনের প্রার্থী চুড়ান্ত

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামি আন্দোলন বাংলাদেশের কুমিল্লা জেলার ১১টি আসনের সার্বিক প্রস্তুতি বিষয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে কুমিল্লা প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে কুমিল্লা ২আসনের সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী আশরাফুল আলম জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামি আন্দোলন বাংলাদেশ সংগঠনগতভাবে প্রস্তুত রয়েছে। নির্ধারিত ১১টি আসনে প্রার্থী চূড়ান্তকরণ, জনসংযোগ, সাংগঠনিক শক্তিশালীকরণসহ নির্বাচনী কার্যক্রম জোরদার করা হয়েছে।

তারা আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত হলে ইসলামি আন্দোলন বাংলাদেশ জনগণের সমর্থনে ভালো ফলাফল অর্জন করবে বলে আশাবাদী। পাশাপাশি নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার বন্ধে নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকার দাবি জানান নেতারা।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বশির আহমাদ, কুমিল্লা ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম,কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল করীম,কুমিল্লা ৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী,কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ হারুনুর রশিদ,কুমিল্লা ৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি এহতেশামুল হক কাসেমী,কুমিল্লা ৮আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি গোলাম সাদেক, কুমিল্লা ৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব সেলিম মাহমুদ,কুমিল্লা ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি শামছুদ্দোহা আশরাফী,কুমিল্লা ১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মহিউদ্দিন শহিদ পাটোয়ারী প্রমুখ।

আরো পড়ুন