কুমিল্লা বুড়িচংয়ে ছোট নির্বাচনে বড় চ্যালেঞ্জ!
নিজস্ব প্রতিবেদকঃ ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী বুধবার বিকেলে উপজেলা চত্ত্বর থেকে নির্বাচনের বিভিন্ন মালামাল নিয়ে প্রত্যেকটি ভোট কেন্দ্র চলে যায়। রাত পোহালেই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। ইতিমধ্যে উৎসব- উত্তেজনা,উদ্বেগ-উৎকন্ঠা নির্বাচনীয় আমেজ মঙ্গলবার রাত ১২ টার পর থেকে প্রার্থীদের সকল প্রচারণা বন্ধ হয়েছে বলে জানান, উপজেলা নির্বাচন অফিস।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো: আব্দুল করিম ঠিকাদার (নৌকা), বিএনপির মনোনীত প্রার্থী মোঃ জসিম উদ্দিন (ধানের শীষ) ও বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান লিটন (আনারস), স্বতন্ত্র প্রার্থী মোঃ কবির হোসেন চৌধুরী (অটোরিক্সা), গাজী মোঃ মনির হোসেন (সাবেক মেম্বার) (চশমা),
উপজেলা নির্বাচন অফিসার মোঃ আতাউল হকের নিকট ১৩ তারিখ মনোনয়নপত্র দাখিল পত্র জমা দেওয়ার পর নির্বাচনের প্রচার প্রচারণা মেতে উঠেছে এবং বিভিন্ন ওয়ার্ডে তারা নির্বাচনী প্রচারনা পথ সভা করেছেন । প্রতিটি পথসভাতে তাদের সমর্থন লোকেরা নিজ প্রার্থীকে আজ ২৯ তারিখ বিকেল বেলা বিজয়ী মালা গলায় পড়িয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন বলে তারা নিজ নিজ স্থান থেকে চ্যালেঞ্জ দিয়ে আসছেন।
তবে তাদের এই চ্যালেঞ্জে ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে সরজমিনে ঘুরে জানা যায়। এই ইউনিয়নে ভোটার সংখ্যা ২২ হাজার ৯শত ৪১ জন।
যেসব কেন্দ্রে ভোট চলবে এর কেন্দ্রে গুলো হল- ছোট হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়, মোর্শেদা বেগম উচ্চ বিদ্যালয়, বাকশীমূল উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকশীমূল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিকাপুর আবদুল মতিন খসরু ডিগ্রি কলেজ, আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিতাম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকির বাজার উচ্চ বিদ্যালয়, পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মোহাম্মদ আতাউল হক জানান, নির্বাচনী এলাকার প্রত্যেকটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করবেন ।
যেসব বাহিনীরা নিরাপত্তা চাদরে রাখবেন তারা হলেন, পুলিশ প্রতি কেন্দ্রে-৭ জনের অধিক, আনসার- ১৩ জনের অধিক, এপিবিএম- ১ প্লাটুন, বিজিবি- ১ প্লাটুন, র্যাব- ২ প্লাটুন সহ ম্যাজিষ্ট্রেট থাকবেন। এসব কেন্দ্রে বুথ ৬২, পোলিং ১২৪, পিসাইডিং অফিসার ১০, সহকারী ৬৫ জন। সুষ্ঠু ও শৃঙ্খলভাবে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন বলে তিনি জানান।