এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ৪ হাজার
ডেস্ক রিপোর্টঃ সোমবার ২ এপ্রিল শুরু হতে যাচ্ছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা। এই বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন ছয় জেলার ৩৮২ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক লাখ চার হাজার ৫৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এ সব পরীক্ষার্থী ১৮২ কেন্দ্রে পরীক্ষায় বসবে। মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্রী সংখ্যা ছাত্র সংখ্যার চেয়ে আট হাজার বেশি। ছাত্রী সংখ্যা ৫৬ হাজার ২৯৪ জন এবং ছাত্র সংখ্যা ৪৮ হাজার ২৮১ জন। শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুর রহমান এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ২২ হাজার ৭০২ জন। এদের মধ্যে ছাত্র ১১ হাজার ৯৭৩ জন এবং ছাত্রী ১০ হাজার ৭২৯ জন। মানবিক বিভাগে পরীক্ষার্থী ৪৪ হাজার ১৭৫ জন। এদের মধ্যে ছাত্র ১৫ হাজার ৬৫ জন এবং ছাত্রী ২৯ হাজার ১১০ জন। ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী ৩৭ হাজার ৬৯৮ জন। এদের মধ্যে ছাত্র ২১ হাজার ২৪৩ জন এবং ছাত্রী ১৬ হাজার ৪৫৫ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: রুহুল আমিন ভূইয়া জানান, বোর্ডের অধিভুক্ত ছয় জেলার ১৮২টি কেন্দ্রে প্রশাসনের মাধ্যমে ইতোমধ্যে পরীক্ষার প্রশ্নপত্রসহ পরীক্ষা গ্রহণের সব উপকরণ পৌঁছেছে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য বোর্ডের কর্মকর্তাদের সমন্বয়ে ২০টি ভিজিলেন্সে টিম গঠন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে এবারের এইচএসসি পরীক্ষা গ্রহণ সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।