সদর দক্ষিণে ভূমি অফিসের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
মাজহারুল ইসলাম বাপ্পিঃ কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলার ১০টি ভূমি অফিসের ই-নামজারী সিস্টেম ব্যবহারকারীদের ৪ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শনিবার উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।
তিনি বলেন,বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। এ সরকারের আমলে বাংলাদেশ ব্যাপক সাফল্য অর্জন করেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণের দোরগোড়ায় সরকার ডিজিটাল সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণসহ এ সকল সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। ভূমি সংক্রান্ত বিষয়গুলো ডিজিটালাইজ্ড করার ফলে জনগণের ভোগান্তি অনেকাংশ কমেছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আসাদুজ্জামান। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রূপালী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের আরো বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা জাহান উপমা,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ।