সদর দক্ষিণে মাদক প্রতিরোধ কমিটির সমন্বয়কারী ইকবালকে কুপিয়ে আহত
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা মহানগরীর পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন উত্তর রামপুর মাদক প্রতিরোধ কমিটির প্রধান সমন্বয়ক মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া কে কুপিয়ে আহত করেছে সাহেদ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী।
শনিবার রাত পোনে ১০ টায় তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উত্তর রামপুর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এ হামলা চালায়। বর্তমানে সে গুরুত্বর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মহানগরীর সদর সদর দক্ষিণ অংশের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার মাদক বিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী তরুন সমাজ সেবক ইকবাল ভূঁইয়া শনিবার রাতে তারাবির নামাজ শেষে সিএনজি অটো রিক্রা যোগে বাড়ি ফেরার পথে মহাসড়কের উত্তর রামপুর পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় তার গাড়ী গতিরোধ কওে সন্তাসীরা। কোন কিছু বুঝে উঠার আগেই স্থানীয় সাহেদ আলীর নেতৃত্বে সন্ত্রাসীরা ইকবালের উপর অতর্কিত হামলা চালিয়ে চোখ ও হাত-পা কুপিয়ে মারাতœক আহত করে। সিএনজি চালক বাঁচাতে এগিয়ে আসলে তাকেও মাথায় পিটিয়ে রক্তাক্ত করে সন্ত্রাসীরা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত ইকবালের অবস্থা অনেকটা আশংকাজনক। উন্নত চিকিৎসার জন্য রবিবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলেও জানান স্বজনেরা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
উল্লেখ্য: দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে উত্তর রামপুর এলাকায় চলে আসা মাদক ব্যবসা ও মাদকের আস্তানাটি প্রশাসনের সহযোগিতা নিয়ে ইকবাল হোসেন ভূঁইয়া’র নেতৃত্বে’ই এলাকার যুব সমাজ বন্ধ করতে সক্ষম হয়েছে।