চান্দিনায় ভ্রাম্যমান আদালতে মশার কয়েল ফ্যাক্টরীকে এক লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার চান্দিনায় ভ্রাম্যমান আদালত পরিচালনায় গাজী মশার কয়েল ফ্যাক্টরীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৩রা জুন) দুপুরে চান্দিনার ছায়কোট গ্রামে গাজী কয়েল নামে একটি অবৈধ কয়েল ফ্যাক্টরীতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা হয়।

বিএসটিআই এর অনুমোদন বিহীন মশার কয়েল তৈরী ও বাজার জাত করার অপরাধে গাজী পাওয়ার জাম্বো মশার কয়েল উৎপাদনকারী প্রতিষ্ঠান নুরজাহান এন্টারপ্রাইজে মালিক মো. মাছুদ আলমকে না পেয়ে তার অধিন্যাস্থ কর্মচারী মো. বাছির কে নগদ এক লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় ফ্যাক্টরীতে জব্দকৃত কয়েল এবং কয়েল তৈরীর বিভিন্ন মালামাল পেয়ে গাড়ীর নিচে ফেলে নষ্ট করে ফেলা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন- চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. তুষার আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই অফিসার রিয়াজ হোসেন মোল্লা, চান্দিনা থানার উপ-পরিদশক (এস আই) মো. কবির হোসেন সহ সংগীয় ফোর্স।

আরো পড়ুন