মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করা হয়েছে – আবদুল মতিন খসরু এম পি
আশিকুর রহমানঃ সাবেক আইন আইন মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবদুল মতিন খসরু এমপি বলেন মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করা হয়েছে, সন্ত্রাস নাশকতা,জঙ্গীবাদ এইদেশে থেকে যেইভাবে বন্ধ করা হয়েছে সে ভাবে মাদক নিমূল করা হবে। এই দেশে মাদক থাকবে না।
তিনি ১৪ জুলাই (শনিবার) দুপুরে আছাদনগর আবদুল মতিন খসরু কলেজে নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই সব কথা বলেন। উক্ত নবীন বরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত কলেজের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মাহবুব হোসেন, পরিচালনা করেন উক্ত কলেজ পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য রায়হান মনির রাসেল ভুইয়া, সাবির্ক দায়িত্বে ছিলেন উক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নাল আবেদীন, বক্তব্য রাখেন মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আজাদ ভুইয়া, কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি শফিকুর রহমান ভুইয়া, মালাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ভুইয়া, মোঃ জাকির হোসেন ভুইয়া, শাহজাহান সাজু, সাবেক ভিপি জাকির হোসেন ভুইয়া, ব্রাহ্মনপাড়া থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ বিল্লাল হোসেন সরকার, থানা ছাত্রলীগের সদস্য সচিব ইমদাদুল হক বাপ্পি প্রমুখ। সভায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোস্তাক ফয়েজী পীর সাহেব, প্রধান অতিথি আরো বলেন লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা, ও পুকুরে সাতার কাটতে হবে এবং নিয়মিত স্কুলে আসতে হবে। তিনি উক্ত কলেজটি এমপিও ভুক্ত করে দেওয়ার জন্য কাজ করে যাবেন।