ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ কিলোমিটার যানজট
ডেস্ক রিপোর্টঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ আগস্ট) বিকেলে মহাসড়কের মেঘনা সেতুর কাছে বেতন ও ঈদ বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা কিছুক্ষণ অবরোধ করলে যানজটের সৃষ্টি। আজ বুধবার (১৫ আগস্ট )সকাল থেকে যানজটের তীব্রতা আরো বাড়তে থাকে। এতে মহাসড়কের দাউদকান্দির মেঘনা-গোমতি সেতুর টোলপ্লাজা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত দীর্ঘ ১৫ কিলোমিটার যান চলাচল স্থবির হয়ে পড়ে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
কুমিল্লা হাইওয়ে পুলিশ পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, মেঘনা ব্রিজে গতকালকে গার্মেন্ট শ্রমিকদের জন্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই কারণে জ্যামটা সৃষ্টি হয়েছে। আশা করছি, জ্যামটা আজকের ক্লিয়ার হয়ে যাবে।