কুমিল্লায় এবার তাক লাগাবে ‘নবাব’ নামের গরু
ডেস্ক রিপোর্টঃ কুমিল্লায় বিগত ৩ বছর ধরে দেশের অন্যতম বড় বড় গরু পালন করা হচ্ছে। এ বছরেও জেলায় তাক লাগিয়েছে নবাব নামের গরুটি যেটি পালন করে আসছেন কুমিল্লা বিবির বাজারের রিমন হোসেন।
এবার কোরবানির হাটের জন্য তিনি পাঁচটি গরু পালন করেছেন। শখ করে তার সবচেয়ে বড় গরুটির নাম রেখেছেন নবাব। ৬ ফুট উচ্চতা ও ২৫ মণ ওজনের নবাব দেখতে প্রতিদিনই ভিড় করছে সাধারন মানুষ।
সম্পূর্ন দেশীয় খাবার খাইয়ে লালন পালন করা হয়েছে নবাব।তিনি ছাড়াও নবাব দেখাভাল করার জন্য দুই শ্রমিক নিয়োগ করেছেন। এতে করে এক বছরে নবাব পেছনে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা খরচ হয়েছে। দূর দূরান্ত থেকে অনেকেই ষাঁড়টি কিনতে আসছেন। এখন পর্যন্ত সাড়ে ৬ লাখ টাকা দাম বলেছেন ক্রেতারা।
তবে তিনি ৮ লাখ টাকা দাম পেলে ষাঁড়টি বিক্রি করবেন।বিগত বছরগুলোতে কুমিল্লা খামারিরা দেশের সবচেয়ে বড় গরু পালন করে আলোচনায় ছিল। এ বছরেও রিমন হোসেনের নবাব নামের ষাঁড়টি কুমিল্লায় তাক লাগিয়েছে। এ ষাঁড়টি লালন পালনে কোন ধরনের ওষুধ ও রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়নি। এছাড়া নিয়মিত ভ্যাকসিন দেওয়া হয়েছে।