মনোহরগঞ্জে এমপি তাজুল ইসলামের ঈদ শুভেচ্ছা বিনিময়

আকবর হোসেনঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সকলকে কাজ করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনন্তকাল মানুষের মাঝে বেঁচে থাকবেন। তাঁর গৌরবোজ্জল ইতিহাস মানুষকে জানতে হবে। স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছে বিধায় এদেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের অধিকার ভোগ করতে পারছে। তাই সকলকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে হবে। দেশের জন্য মমত্ববোধ জাগ্রত করতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।

ঈদুল আযহার দ্বিতীয় দিন মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাজ করে যেতে হবে। আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। ওই দিন তিনি প্রত্যেকটি ইউনিয়নে গিয়ে নেতাকর্মীদের খোঁজ-খবর নেন এবং পথসভায় বক্তব্য দেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, সহ সভাপতি আবদুল কাদের মিলু, আবুল কালাম চেয়ারম্যান, সেলিম চৌধুরী, আবদুল মন্নান চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ খাঁন রাজু, তাজুল ইসলাম চৌধুরী, মনির হোসেন হেলাল, শফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ভেন্ডর, আবুল কালাম আজাদ, আবুল বাশার মজুমদার, তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যক্ষ আবদুল মতিন, শিল্প ও বাণিজ্য সম্পাদক গোলাম সরোয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক মাষ্টার শাহাদাত হোসেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সাগর, মহসিন খাঁন স্বপন, মহিলালীগ নেত্রী স্বপ্না আক্তার, আওয়ামীলীগ নেতা হাজী অহিদ উল্লাহ পাটোয়ারী, আবদুল হাই, হাজী নুরুল ইসলাম, মীর মোশারফ হোসেন বাবুল, আমির হোসেন মন্টু, আলমগীর হোসেন, ডা. তোফাজ্জল হোসেন, মনিরুজ্জামান ভূঁইয়া, চেয়ারম্যান আলমগীর হোসেন, আবদুল মন্নান, কামাল হোসেন, ইকবাল হোসেন, জিয়াউর রহমান শাহীন জিয়া, মোস্তফা কামাল, মহিন উদ্দিন চৌধুরী, আল আমিন ভূঁইয়া, আবদুল হান্নান হিরণ, মাষ্টার রুহুল আমিন, সাইদুর রহমান দুলাল, উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান, আবুল বাশার, মাসুদুল আলম, জানে আলম, কামাল হোসেন, এমএইচ নোমান, আমির হোসেন, মহি উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক বেল্লাল হোসেন, রুহুল আমিন, সদস্য সচিব জীবন দেবনাথ টুটুল, যুবলীগ নেতা মাসুদ ওয়াসিম, নজরুল ইসলাম তুষার, জসিম উদ্দিন, আশিকুর রহমান কিরণ, আবু ইউসুপ, আনোয়ার হোসেন মেম্বার, জুয়েল রানা, আনিসুর রহমান শামীম, রিপন হোসেন, ইকবাল মাহমুদ, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুসাইন মোহাম্মদ মনির, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আলী আক্কাছ, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকীসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরো পড়ুন