কুমিল্লা সিটি কর্পোরেশন প্রতি বস্তা কিনতে ব্যয় ৩৪ টাকা!
ডেস্ক রিপোর্টঃ কোরবানীর বর্জ্য অপসারণের জন্য কুমিল্লা সিটি কর্পোরেশন ১১ হাজার খালি বস্তা বিভিন্ন ওয়ার্ডে বিলি করেছে। প্রতিটি খালি বস্তা কিনতে সিটি কর্পোরেশনের ব্যয় হয়েছে ৩৪ টাকা।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অনুপম বড়–য়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৭টি ওয়ার্ডে এই খালি বস্তা বিতরণ করা হয়। বিতরণ করেন কাউন্সিলরবৃন্দ।
অপরদিকে স্থানীয় নানা সূত্র জানিয়েছেন, নতুন খালি বস্তা কেনা ও তাতে সিটি কর্পোরেশনের নাম ছাপা বাবদ বস্তা প্রতি ৩৪ টাকা খরচ হওয়া যুক্তিযুক্ত নয় কোন মতেই।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে শুরু হয় তুমুল সমালোচনা।
কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাসেম হৃদয় তাঁর ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “১১ হাজার খালি বস্তা বিভিন্ন ওয়ার্ডে বিলি করেছে কুমিল্লা সিটি করপোরেশন। কোরবানীর পশুর বর্জ্য অপসারণের জন্য। প্রতিটি খালি বস্তা সিটি করপোরেশন কিনেছে ৩৪ টাকা করে!!!!!!! বাজারে একটি বস্তার মূল্য কতো ?”
সিপন মজুমদার সিপন লেখেন, “ডাকাতি কত প্রকার এবং কি কি? উত্তর কুমিল্লা সিটি করপোরেশন ও অযোগ্য মেয়র”
মুকিম আহমেদ লেখেন, “বস্তা সবাই পায় নাই। ব্লিচিং পাউডার দিছে আধা ছটাক। ঐটা কত কইরা কিনছে কে জানে।”
তাইমুর হোসেন লেখেন, “যেই দেশে সোনা তামা হয়, কয়লা বাতাসে উরে যায়, পাথর গায়েব হয়ে যায়, সেই দেশে একটা বস্তা ৩৪ টাকা হলে এটা অতি সামান্য।“