বরুড়ায় ব্যাপক আয়োজনের মাধ্যমে জন্মাষ্টমী পালন
নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার বরুড়ায় রবিবার পূর্জা অর্চনা, গীতাযজ্ঞ, ভাগবত পাঠসহ ব্যাপক আয়োজনের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের মহা অবতার শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী পালন করা হয়েছে। এ উপলক্ষে বরুড়া নৃ-সিংহদেব ও জগন্নাথ দেব মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে ওইদিন সকালে মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্জলন, প্রভাত কীর্ত্তণ ও পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। এরপর মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়। শেষে মন্দির পরিচালনা কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা এবং সাধারণ সম্পাদক সুদর্শন ভদ্রের নেতৃত্বে মন্দির প্রাঙ্গণ থেকে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীতে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ, শারদাঞ্জলী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কুমিল্লা জেলা শাখার আহবায়ক দিলীপ কুমার সাহা, নৃ-সিংহদেব ও জগন্নাথদেব মন্দির পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তাপস লাল দত্ত, সৎ সংঘের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সের নারী ও পুরুষেরা অংশগ্রহণ করেন। র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া জন্মাষ্টমী উপলক্ষে নৃ-সিংহদেব ও জগন্নাথদেব মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে সম্প্রীতি সম্মেলন এবং ২৬ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞের আয়োজন করা হয়েছে। এ সময় প্রতিদিন ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।