কুমিল্লায় সেই নবজাতককে দেখলেন চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহয়তায় হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে চলে যাওয়া বাবা মাকে ফিরিয়ে এনে চিকিৎসার দায়িত্ব নেয়া সেই শিশুটিকে দেখতে আসলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) বিভাগের পরিচালক ডা:মো:আবুল কাশেম। আজ বেলা সাড়ে বারোটায় তিনি কুমিল্লা ঝাউতলা মা ও শিশু স্পেশালাইজড হাসপাতালে আসেন।

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) বিভাগের পরিচালক ডা:মো:আবুল কাশেম বলেন টাকার অভাবে নবজাতককে ফেলে চলে যাওয়া এবং পরে কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা পুলিশের মাধ্যমে নবজাতকের বাবা মার সন্ধান ও নবজাতকের দায়িত্ব নেয়ার ঘটনাটি আমি চট্টগ্রামে থাকা অবস্থায় গণমাধ্যমে দেখেছি। বিষয়টি খুব আমার কাছে বেশ স্পর্শ কাতর মনে হয়েছিলো। আজ সরকারী একটা অনুষ্ঠানে যোগ দিতে কুমিল্লায় আসি। পরে অনুষ্ঠান শেষ করে কুমিল্লা জেলার সিভিল সার্জণ ডা:মজিবুর রহমানকে সাথে নিয়ে ওই হাসপাতালে নবজাতক যার নাম দেযা হয়েছে দৃষ্টান্ত তাকে দেখতে যাই। আগের তুলনায় বেশ ভালো আছে শিশুটি। পরে তার বাবা শাহ আলম ও মা রোকেয়া বেগমের সাথে কথা বলি।

উল্লেখ্য গত ১৮ অগাষ্ট অপরিনত বয়সে জন্ম নেয়া শিশু সন্তানের চিকিৎসার বিল মেটাতে না পেরে হাসপাতাল থেকে পালিয়ে যায় কে ফেলে রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামের শাহ আলম রোকেয়া দম্পত্তি। পরে পুলিশ তাদের খুঁজে বের করে হাসপাতালে নিয়ে আসেন।

আরো পড়ুন