পানির অভাবে কুমিল্লা সদর হাসপাতালে অপারেশন বন্ধ !
মজুমদার মুকুলঃ পানির অপর নাম জীবন,আর জীবন রক্ষাকারী প্রতিষ্ঠানে নেই পানির সরবরাহ। ১৩ তারিখ কুমিল্লা সদর হাসপাতালের পানির মটর দুইটি বিকল হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত ঠিক হয়নি।
আজ সকালে এক অপারেশনের রোগী জানান, আজ আমার অপারেশনের পূর্ব নির্ধারিত তারিখ ছিল, হাসপাতালে পানি না থাকায় আগামী শনিবার আসতে বলেছেন ডাক্তার। সরোজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালের চিকিৎসাধিন রোগীরা খাওয়ার জন্য বোতলজাত পানি আর প্রাকৃতিক ডাকে সারা দিতে ব্যবহার করছে পুকুরের পানি। ১৫ তারিখ বিকাল চারটায়ও মটর ঠিক করার কোন ব্যবস্থা নিতে পাম্প হাউজের কাছে কাউকে দেখা যায়নি। অনতি বিলম্বে মটর গুলি ঠিক না করলে ব্যহত হচ্ছে চিকিৎসা সেবা। ভোগান্তি বাড়ছে রোগী সহ চিকিৎসা সেবা নিতে আসা সকল ব্যক্তির।
এই বিষয়ে সিভিল সার্জন ডা.মুজিবুর রহমানের কাছে জানতে চাইলে উনি বলেন আমি ইঞ্জিনিয়ারকে চাপ দিয়েছি দ্রুত মেরামত করার জন্য সহসাই ঠিক হয়ে যাবে।
হাসপাতালের তদারকি করা প্রতিষ্ঠান স্বাস্হ প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী মোঃশওকত মহিবুর রব এর মুঠোফোন কথা বলার চেষ্টা করা হলেও উনি ফোন রিসিভ করেননি।